Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

upozilla cooprative office, babugonj, barishal


Title
Collection and preservation of evidence of Annual Performance Agreement (APA).
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা সমবায় কার্যালয়

বাবুগঞ্জ, বরিশাল।


স্মারক নং: ৪৭.৬১.০৬০৩.০০০.৩৯.১৫৪.২১.৫২                                                   তারিখ: ২৮/০২/২৩ খ্রিঃ


বিষয়ঃ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর প্রমানক সংগ্রহ ও সংরক্ষণ প্রসংঙ্গে।


সূত্রঃ ২০২২-২০২৩ খ্রি. সনের স্বাক্ষরিত এপিএ চুক্তি, তাং ০৯.০৬.২০২২ খ্রি.



            উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে ২০২২-২০২৩ খ্রি. সনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) যথাযথভাবে বাস্তবায়নের জন্য নামের পার্শ্বে বর্নিত কর্মসম্পাদন সূচক সমূহের বিপরীতে লক্ষমাত্রা অর্জনের প্রমানক সংগ্রহ, সংরক্ষণ ও উর্দ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অগ্রায়নের নিমিত্ত নিম্ন-স্বাক্ষরকারীর নিকট উপস্থাপনের জন্য দায়িত্ব প্রদান করা হলো।


ক্র: নং

কর্মসম্পাদনের সূচক সমূহ

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও পদবী,

মন্তব্য

০১

অকার্যকর সমিতির হালনাগাদ তালিকা সংকলিত





সালমা বেগম,

সহকারি পরিদর্শক

উপজেলা সমবায় কার্যালয়

বাবুগঞ্জ, বরিশাল।

 

০২

 সমিতির বাৎসরিক নির্বাচনী ক্যালেন্ডার সংকলিত

০৩

কার্যকর সমবায়ের নিরীক্ষা সম্পাদিত

০৪

 সমিতি পরিদর্শন সম্পাদিত

০৫

নিরীক্ষা সম্পাদিত সমিতির এজিএম অনুষ্ঠিত/ব্যর্থতায় ব্যবস্থা গ্রহণ

০৬

 নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও ব্যবস্থা গৃহীত

০৭

নিরীক্ষা সংশোধনী প্রতিবেদন দাখিলকৃত

০৮

নিরীক্ষা ফি আদায়কৃত

০৯

সমবায় উন্নয়ন তহবিল আদায়কৃত

১০

সমবায়ের মাধ্যমে আত্ব-কর্মসংস্থান সৃজিত (পুরুষ) 

১১

সমবায়ের মাধ্যমে আত্ব-কর্মসংস্থান সৃজিত (মহিলা) 

১২

প্রশিক্ষণার্থী প্রেরিত(পুরুষ/মহিলা)

১৩

মডেল সমবায় সমিতি সৃজিত




মোঃ আফজাল হোসেন পিন্টু

সহকারি পরিদর্শক

উপজেলা সমবায় কার্যালয়

বাবুগঞ্জ, বরিশাল।


১৪

নির্ধারিত ছকে বার্ষিক পরিসংখ্যান প্রতিবেদন সংকলিত

১৫

কার্যকর সমবায়ের নিরীক্ষা সম্পাদিত

১৬

কার্যকর সমিতির বার্ষিক আর্থিক বিবরণী প্রাপ্তি নিশ্চিতকৃত

১৭

কার্যকর সমিতির নির্বাচন অনুষ্ঠিত/অন্তর্বর্তী কমিটি গঠিত

১৮

প্রাক-নিবন্ধন প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণার্থীর সংখ্যা

১৯

নিবন্ধন আবেদন নিষ্পত্তির হার

২০

ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত (পুরুষ/মহিলা

২১

জাতীয় সমবায় পুরস্কারের জন্য মনোনয়ন প্রেরিত



মোহাম্মদ আবদুস সালাম

উপজেলা সমবায় অফিসার

বাবুগঞ্জ, বরিশাল।


স্মারক নং: ৪৭.৬১.০৬০৩.০০০.৩৯.১৫৪.২১.৫২                                                   তারিখ: ২৮/০২/২৩ খ্রিঃ


সদয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলোঃ-

০১. জনাব সালমা বেগম/ মোঃ আফজাল হোসেন পিন্টু, সহকারি পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়, বাবুগঞ্জ, বরিশাল, তাঁকে জুলাই/২২ থেকে ফেব্রুয়ারী/২০২৩ খ্রি. পর্যন্ত রির্টানে প্রদর্শিত তাঁর নামের পার্শ্বে বর্নিত সূচক অনুযায়ী প্রমানক সমূহ আগামী ০৭.০৩.২০২৩ খ্রি. তারিখের মধ্যে উপজেলা সমবায় অফিসার, বাবুগঞ্জ, বরিশাল এর নিকট উপস্থাপন করার জন্য বিশেষভাবে বলা হ,ল।

০১। জেলা সমবায় অফিসার, বরিশাল (মহোদয়ের সদয় অবগতির জন্য)।


উপজেলা সমবায় অফিসার

বাবুগঞ্জ, বরিশাল।



Publish Date
02/03/2023
Archieve Date
02/03/2025